৮২ বলে লিস্ট 'এ' ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি করলেন নাঈম শেখ। পেতে পারতেন ডাবল সেঞ্চুরিও। কিন্তু শেষ পর্যন্ত ১৭৬ রানে ফিরতে হয়েছে তাকে। তার এই সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ৪২২ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে ২৪৯ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। আর তাতেই ১৭৩ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। রানের ব্যবধানে বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে এটা যৌথভাবে ১২তম বড় জয়। সবচেয়ে বড় ব্যবধানে জিতেছিল আবাহনী, ২০১৬ সালে মোহামেডানকে ২৬০ রানে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের দেওয়া ৪২৩ রানের জবাবে খেলতে নেমে দলীয় ২৯ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনকে (১১) হারায় ব্রাদার্স। এরপর স্কোরবোর্ডে আরও ১৩ রান যোগ হতেই আউট হন মাহফিজুল ইসলাম রবিন (২৯)। ৭৫ রানে তিন উইকেট পড়ার পর আইচ মোলস্না ও মাইশুকুর রহমান মিলে ৮৬ রানের জুটি গড়েন। এই জুটিতেই মূলত ব্রাদার্সের ইনিংসটাকে বড় করতে ভূমিকা রাখে।
আইচ মোলস্না চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১১০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মাইশুকুর ৩৪ ও অলক কাপালির ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে লেগ স্পিনার রিশাদ নেন তিনটি উইকেট। এছাড়া হাসান মাহমুদ, শামীম হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট।
র আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া প্রাইম ব্যাংক দারুণ শুরু পায়। দুই ওপেনার সাব্বির হোসেন ও নাঈম শেখ মিলে শুরুতেই গড়েন ১৪০ রানের জুটি। ৩৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া সাব্বির ৬৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে সাজঘরে ফিরেছেন। এরপর নাঈমের সঙ্গী হন জাকির হাসান। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন নাঈম-জাকির। জাকিরের বিদায়ের আগে অবশ্য সেঞ্চুরি তুলে নেন নাঈম। তার ব্যাটেই ইনিংসটা দিশা পেয়েছে।
লিস্ট 'এ' ক্রিকেটে কখনও দেড়শ ছোঁয়ার রেকর্ড ছিল না নাঈম। সেই তিনি দেড়শ ছাড়িয়ে দুইশর কাছাকাছিও ছুটছিলেন। সুযোগ ছিল ২০১৯ সালে সাভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২০৮ রান করা সৌম্যকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু সালাউদ্দিন শাকিলের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়ে নাঈম সাজঘরে ফিরেছেন। ততক্ষণে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় তিনি খেলে ফেলেন ১৭৬ রানের ইনিংস।
পুরো ইনিংসে ব্রাদার্সের বোলারদের তুলোধুনো করে রান তুলতে থাকে প্রাইম ব্যাংকের ব্যাটাররা। সব মিলিয়ে ৪৩টি চার ও ১৭টি ছক্কা মারে প্রাইম ব্যাংক। এমন ব্যাটিংয়ে ভর করেই প্রাইম ব্যাংক ৮ উইকেট হারিয়ে ৪২২ রান সংগ্রহ করে। বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে এতদিনের সর্বোচ্চ রান ছিল ৩৯৩ রান। ব্রাদার্সের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ৭৭ রানে নেন তিনটি উইকেট। এছাড়া সালাউদ্দিন শাকিল দুটি উইকেট নিয়েছেন।