শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বায়ার্নের হার

ক্রীড়া ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
বায়ার্নের হার

পয়েন্ট তালিকার নিচের দিকের দলের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করল বায়ার্ন মিউনিখ। রাফায়েল গেরেইরোর জোড়া গোলে এগিয়ে গেল তারা। কিন্তু জোয়াও পালিনিয়া লাল কার্ড পাওয়ার পর পথ হারিয়ে ফেলল দলটি। তাদেরকে স্তব্ধ করে স্মরণীয় এক জয় তুলে নিল বোহম। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে বুন্দেসলিগায় ৩-২ গোলে হেরে গেছে বায়ার্ন। বোহমের হয়ে গোল তিনটি করেন ইয়াকোভ মেদিচ, ইব্রাহিমা সিসোকো, মাতুস বেরো।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর হারল বায়ার্ন। এর আগে তাদের সবশেষ হার গত জানুয়ারিতে, চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ফেইনুর্ডের বিপক্ষে ৩-০ গোলে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বায়ার্ন। ম্যাচের শুরুতে দারুণ দাপটও দেখায় বায়ার্ন। ১৪তম ও ২৮তম মিনিটে পর্তুগালের গেরেইরোর গোলে এগিয়ে যায় তারা। তাদের জয়ের সম্ভাবনাও জোরাল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে