তাহসান টিভি নাটকে, সঙ্গীতে, সিনেমায় আর সঞ্চালনায় আগে থেকেই সফল পথ পাড়ি দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাকি পথ ছিল ওটিটি। এবার তাহসান খানের অভিষেক হচ্ছে ওটিটি পস্ন্যাটফর্মেও। তাও আবার সঙ্গে থাকছেন সাবেক মিথিলা! হালে চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি। তাতে দেখা গেল, তাহসান একজন ক্রিকেটারের বেশে হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ছিল ?'কে আসছে চরকিতে?' এরপর থেকেই সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট নিয়ে শুরু হতে থাকে নানা গুঞ্জন।
চরকির সিইও রেদওয়ান রনি জানান, পোস্টারের সেই ক্রিকেটার হলেন তাহসান খান। 'বাজি' নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তিনি। সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে এর গল্প। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। ২০১৭ সালের মে মাসে জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা দম্পতির বিচ্ছেদ হয়। তারপর দুজন দুদিকে। তবে প্রফেশনাল সম্পর্ক ধরে রেখেছেন ঠিকই। তবে এসব থাকলেও দুজনকে আর কখনোই পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। মাঝে শুধু একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হলো, একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম দেয়া হয়েছে 'বাজি'। এটি নির্মাণ করছেন 'মাটির প্রজার দেশ'খ্যাত নির্মাতা আরিফুর রহমান।
ছবিটি সম্পর্কে নিজেরা কিছু না বললেও খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ওয়েব সিরিজটির কয়েকটা ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে শুটিং। এ ছাড়া দৈনিক যায়যায়দিন কার্যালয়েও শুটিং হয়েছে। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। জানা গেছে, সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সাংবাদিকের চরিত্রেই শুটিং করেন মিথিলা যায়যায়দিন কার্যালয়ে। এটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি পস্ন্যাটফর্মের জন্য।
অথচ কিনা- অন্যদিকে মিডিয়া অঙ্গনে শোনা যাচ্ছিল তাহসান আর অভিনয় করছেন না। গত ২০ বছরের ক্যারিয়ারে দুই ভুবনেই সফল বলা যায় তাহসান খান। শুরু করেছিলেন গান দিয়ে। তারপর পা রাখেন অভিনয়ের মঞ্চে। তবে দীর্ঘদিন ধরেই অভিনয়ে না দেখা যাওয়াতেই অভিনয় না করার এই গুঞ্জনটা আরো বেশি চাউর হয়। আগে বিশেষ দিবসের কাজে দেখা মিললেও দেড় বছরেরও বেশি সময় ধরে অভিনয়ে নেই তিনি। কী আছে এই অভিনয় না করার পেছনে? তাহসান নিজের মুখেই বলেন, 'আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।'
তাহসানের কথায়, 'দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউবনির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে দেড় বছর ধরে কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।'
বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। দুটি কারণে গান চালিয়ে যেতে চান তিনি। জানালেন, 'মানুষের হৃদয় ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে। যে কোনো ক্ষেত্রেই গান কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। আপনি যদি পাশ্চাত্যের গানের ধরন দেখেন একটা সময় শুধু ইংরেজি ভাষার মানুষ সবার কাছে পৌঁছাতো। একটা সময় ল্যাটিন, কোরিয়ান ও আফ্রিকান ভাষায় যারা গান করেছে তারা আবার সবার কাছে পৌঁছায়। কখন কোন ভাষার গান সারা পৃথিবীর মানুষ লুফে নেবে সেটা আমরা জানি না।'
তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি- যে কথাটি বলেছিলেন তাহসান, তার সেই কথাটিই রাখলেন এবার। ওটিটিতে পা রাখলেন এই 'বাজি' ওয়েব সিরিজের মাধ্যমে। সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে অভিনেতা হিসেবে বহুবার টেলিভিশনে দেখা গেলেও প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি পস্ন্যাটফর্মে। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে। তবে ক্রিকেটারের চরিত্রটি যেমনই হোক, সবচে চিত্তাকর্ষক খবরটি হলো এই ৭ পর্বের ওয়েব সিরিজটির মাধ্যমে আবার তাহসান অভিনয়ে ফিরলেন। আবার এই অভিনয়ে ফেরাকে আরও বেশি চিত্তাকর্ষক করে তুললেন তার সাবেক অভিনেত্রী মিথিলাকে সঙ্গে নিয়ে অভিনয় করাতে।
দেশের শোবিজের জনপ্রিয় জুটি ছিলেন এই তারকা জুটি। ২০০৭ সালে বিয়ের পর আচমকাই ২০১৭ সালে নিজেদের বিচ্ছেদের খবর দেন এই দম্পতি। তাদের সেই বিচ্ছেদের খবর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ভক্তদের। বিচ্ছেদের বছরখানেক বাদেই ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। অন্যদিকে, নতুন করে আর সংসার শুরু করেননি তাহসান। ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই। এরই মধ্যে বছর দুয়েক আগে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভ প্রোগ্রামে হাজির হন তাহসান-মিথিলা। তাদের একসঙ্গে দেখে চমকে যান ভক্তরাও। এরপর আর এক ফ্রেমে দেখা মেলেনি এই দুই তারকার। সেই শেষ দু'বছর আগে এক সঙ্গে দেখা দেওয়ার পর আবার একসঙ্গে হচ্ছেন তাহসান-মিথিলা! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে! এরপর আবার 'দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে; তোমার ও পথ আলোয় ভরানো জানি আমার এ পথ আঁধারেতে আছে ঢেকে।....'
উচ্চশিক্ষিত তাহসান বহুমুখী প্রতিভা। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও তাহসান খানের আছে আরো নানা গুণ। অভিনয় তার মধ্যে একটি। তিনি শিক্ষকও। এছাড়া নানা সময় তাকে দেখা যায় সঞ্চালনায়। এবার নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে তাকে। ওটিটি পস্ন্যাটফর্ম বঙ্গতে আসছে অনুষ্ঠানটি। জনপ্রিয় মার্কিন টিভি শো 'ফ্যামিলি ফিউড'-এর বাংলাদেশি সংস্করণ আনছে বঙ্গ। বিশ্বের ৫০টির বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে।
টানটান উত্তেজনাপূর্ণ এ অনুষ্ঠানে দুটি পরিবারের সব সদস্য অংশ নেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা। প্রথম যে পরিবার ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড 'ফাস্ট মানি'তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। বোঝাই যাচ্ছে, জমজমাট একটি গেম শো এটি। দেশে ফ্যামিলি ফিউডের আয়োজনকে আরো চিত্তাকর্ষক করে তুলতে এর সঞ্চালকের আসনে থাকছেন তারকা মিউজিশিয়ান ও অভিনেতা তাহসান রহমান খান।
এ আয়োজনে যুক্ত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, 'বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউডের মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি, আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শক অংশ নিতে পারবে এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবে।'
নতুন এই অনুষ্ঠান প্রসঙ্গে তাহসান বলেন, 'আশা করছি, আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।'