শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

নতুনধারা
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮৬০তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোলস্না। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান এমপি; মো. সানাউলস্নাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ এবং ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। ওই সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পনি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে