শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রুপিতে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি ইবিএলের

  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
রুপিতে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি ইবিএলের
রুপিতে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি ইবিএলের

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা প্রাণ আরএফএল গ্রম্নপের অঙ্গ প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রোর একটি আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন রুপিতে সফলভাবে নিষ্পত্তি করেছে। ২৪ লাখ রুপির এই নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যের সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উপলক্ষে রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, "ভারত বাংলাদেশের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অন্য কোনো দেশের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ মার্কিন ডলারকে বাদ দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন করলো। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, "চলতি বছরের ১১ জুলাই বাণিজ্য লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়ায় ভারতীয় রুপি ব্যবহারের একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বে এটি পরিবর্তনের সূচনার মাইলফলক। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে