গত ১৭ই সেপ্টেম্বর আইবিসিএফের টাস্ক কমিটির ৪০তম সভা বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় ইসলামিক ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর উপদেষ্টা স্ট্যার্ন্ডাড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, আইবিসিএফ এর ভাইস-চেয়ারম্যান একেএম নূরুল ফজল বুলবুল, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংক লিঃ এর অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ এবং এনআরবি এবং এনআরবিসি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালী উলস্নাহ। বিজ্ঞপ্তি