শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কোমাৎসু জাপান ও ডিমো বাংলাদেশের মধ্যে চুক্তি

  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
কোমাৎসু জাপান ও ডিমো বাংলাদেশের মধ্যে চুক্তি
কোমাৎসু জাপান ও ডিমো বাংলাদেশের মধ্যে চুক্তি

জাপানের কোমাৎসু লিমিটেড বিশ্বের অন্যতম বৃহত্তম নির্মাণ ও খনির সরঞ্জাম প্রস্তুতকারক, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এটি বড় অবদান রাখতে যাচ্ছে। কোমাৎসু জাপান শিল্প গ্রম্নপ ডিমোর সঙ্গে তাদের পণ্য বুল ডোজার, হাইড্রোলিক খননকারী, মোটর গ্রাডার এবং চাকা লোডকারী বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ, বিতরণ, বিপণন, বিক্রি সার্ভিসিং ও সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার রেডিসন বস্নু হোটেলে বিপুলসংখ্যক গ্রাহক এবং ডিলারদের উপস্থিতিতে একটি অনাম্বড়র অনুষ্ঠানের মাধ্যমে কোমৎসু এবং ডিমোর মধ্যকার সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। জাপানের কোমাৎসু লিমিটেডের গ্রম্নপ ম্যানেজার কাজুমা নাকানিশি ও কোমাৎসু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুনরি ফুজি গানাথ পান্ডে, গ্রম্নপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডিমো, বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক চামিন্দা রানওয়ানার সঙ্গে বিতরণ ও বিপণন চুক্তির অনুলিপি বিনিময় করেন। এই অনুষ্ঠানে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, বাংলাদেশ-এর পরিচালক ফাহাদ আলম রাদের হাতে প্রতীকী চাবি তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে