বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০
এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজবাড়ী এবং ফরিদপুর সদরে ১৪৫০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার প্রান্তিক কৃষকের মধ্যে ১৪ অক্টোবর বিভিন্ন প্রকার বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এ সময় বালিয়াকান্দির উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এমএ হান্নান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী এবং রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া, ফরিদপুর সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে এবং ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে