বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টানা তৃতীয় সপ্তাহের মতো নিম্নমুখিতায় সয়াবিন

সিবিওটিতে শুক্রবার সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে
অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
টানা তৃতীয় সপ্তাহের মতো নিম্নমুখিতায় সয়াবিন

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সামান্য বেড়েছে সয়াবিনের দাম। তা সত্ত্বেও নিম্নমুখিতায় টানা তৃতীয় সপ্তাহ পার করার পথে রয়েছে পণ্যটির বাজার। ব্রাজিলে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এবং আরও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস তেলবীজটির ফলন নিয়ে উদ্বেগ কমিয়ে এনেছে। ফলে ফিউচার মার্কেটে দাম কমেছে পণ্যটির। খবর বিজনেস রেকর্ডার।

ভুট্টা ও গমের দাম গতকাল বাড়লেও খাদ্যশস্য দুটি নিম্নমুখিতায় চলতি বছরের প্রথম সপ্তাহ শেষ করতে যাচ্ছে। শিকাগো বোর্ড অব সয়াবিনের সাপ্তাহিক দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহের পর এটিই পণ্যটির সর্বোচ্চ দরপতনের ঘটনা। একই সময়ে ভুট্টার দাম গত সপ্তাহে ১ শতাংশ বাড়ার পথে থাকলেও কমেছে গমের দাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গমের সাপ্তাহিক মূল্য ২ শতাংশ কমতির দিকে ছিল।

সিবিওটিতে শুক্রবার সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। তিন-চতুর্থাংশ বুশেলপ্রতি সয়াবিনের মূল্য দাঁড়িয়েছে ১২ ডলার ৬৮ সেন্টে। একই সময়ে ভুট্টার দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি তিন-চতুর্থাংশ বুশেলের দাম উঠেছে ৪ ডলার ৬৬ সেন্টে। আর দশমিক ৫ শতাংশ বেড়ে এক-চতুর্থাংশ বুশেলপ্রতি গম বিক্রি হয়েছে ৬ ডলার ১৬ সেন্টে।

ব্রাজিল বিশ্বের বৃহত্তম সয়াবিন রপ্তানিকারক। গত কয়েক দিন দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় তেলবীজের ফলন নিয়ে দুশ্চিন্তা কমেছে কৃষকদের। এতে সয়াবিনের সরবরাহ বাড়ার ইঙ্গিতে ফিউচার মার্কেটে পণ্যটির দামে নিম্নমুখী প্রভাব পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে