বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তাদের শেয়ার স্থানান্তরে সম্মতি পেল ইয়াকিন পলিমার

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
উদ্যোক্তাদের শেয়ার স্থানান্তরে সম্মতি পেল ইয়াকিন পলিমার

ইয়াকিন পলিমার লিমিটেড উদ্যোক্তাদের শেয়ার হস্তান্তরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত সম্মতি পেয়েছে। শেয়ার হস্তান্তর কার্যক্রম সম্পাদনের জন্য কোম্পানিটি কাজ করছে বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে। তথ্যানুসারে, ইয়াকিন পলিমারের উদ্যোক্তাদের শেয়ার ক্যাপিটা প্যাকেজিং সলিউশনস লিমিটেড, চাকলাদার রেজাউনুল আলম, মোহাম্মদ হারুনর রশিদ ও দিদারুল আলমের কাছে হস্তান্তর করা হবে।

২০২২ সালের ১২ মে ইয়াকিন পলিমারের উদ্যোক্তা পরিচালকের ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫ শেয়ার ক্যাপিটা প্যাকেজিং সলিউশনসে স্থানান্তরে প্রাথমিক সম্মতি দেয় বিএসইসি। শেয়ার ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে, প্রতি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫২ লাখ ৪৬ হাজার ৩৫৬ শেয়ার, ইয়াকিন এগ্রো প্রডাক্টস লিমিটেডের ২৮ লাখ ২৩ হাজার ৩৯, কাজী আনোয়ারুল হকের ২৭ লাখ ২৩ হাজার ১০৮, কাজী নাজিবুল হকের ১৯ লাখ ১১ হাজার ১৭২, এসএম আকতার কবিরের ১৭ লাখ ৪৮ হাজার ৭৮৫, জুলিয়া পারভীনের ১৩ লাখ ৮১ হাজার ৭৫, মালিহা পারভীনের ১৫ লাখ ৭৩ হাজার ৯০৬, এসএম মনিরুজ্জামানের ১৫ লাখ ৬১ হাজার ৪১৫, সাবরিনা সামসাদের ১৪ লাখ ৭৪ হাজার ৫৯৯, এসকে জামিল হোসেনের ১৪ লাখ ৭৫ হাজার ৪৮১ ও কাজী এমদাদুল হকের ২ লাখ ৭৪ হাজার ৮০৯ শেয়ার নেবে ক্যাপিটা প্যাকেজিং।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইয়াকিন পলিমারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা।

আগের হিসাব বছরের একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা।

\হগত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩৫ পয়সায়।

কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে 'বি' ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৮ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট সাত কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৮১৭টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৪০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ০৮ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির ৩৭ লাখ ৯৮ হাজার ৫৬৯টি শেয়ার ২ হাজার ৮৬৭ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা। শেয়ার দর ৭ দশমিক ০৯ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। শেয়ারদর সর্বনিম্ন ২৭ টাকা থেকে সর্বোচ্চ ২৯ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। তবে গত এক বছরের মধ্যে শেয়ারদর সর্বনিম্ন ১৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে