শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নতুনধারা
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস ২০২৩-এ 'রিনিউয়েবল এনার্জি অ্যাডপশন অ্যাওয়ার্ড' পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সম্প্রতি, ফ্রেন্ডশিপের সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড 'সোলার ভিলেজ প্রজেক্ট'-এর আওতায় কুড়িগ্রাম জেলার ঘুঘুমারী চরের ৭৫০ জন সুবিধাবঞ্চিত মানুষ বিদু্যৎ সুবিধা প্রদান করেছে। এসব চর বাসিন্দাদের জীবনমান উন্নত করতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস কমিটি ব্যাংককে এই অ্যাওয়ার্ড দিয়েছে। চরাঞ্চলে ৫৪-কিলোওয়াট সোলার মাইক্রো-গ্রিড এবং ৬০টি নলকূপ স্থাপনে অবকাঠামোগত উন্নয়নই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য। এছাড়া জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রকল্পের আওতায় ১ হাজার ৩৫০টি চারাগাছ রোপণ করা হয়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিতের মাধ্যমে ব্যাংক প্রান্তিক মানুষের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি টেকসই সমাজব্যবস্থা গঠনে সাহায্য করছে। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর টেকসই জীবনমান বৃদ্ধির মাধ্যমে ২০২৩ সালে ইএসজি সেক্টরে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে ব্যাংক। ভবিষ্যতেও এসব উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে ব্যাংক প্রতিশ্রম্নতিবদ্ধ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, বিটোপি দাস চৌধুরী বলেন, 'মূল ভূখন্ড থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েও কীভাবে নির্ভরযোগ্য পুনঃনবায়নযোগ্য শক্তির ব্যবহার ইতিবাচক রূপান্তর ঘটাতে পারে, তার একটি উজ্জ্বল উদাহরণ হলো ঘুঘুমারী। ২০২৩ সালে এলাকাটি পরিদর্শনকালে আমরা ঘুঘুমারীর বাসিন্দাদের সাহসিকতা এবং দৃঢ়তার গল্প শুনেছি। তাদের জন্য আমাদের এই প্রকল্প কতটা রূপান্তরমূলক হয়েছে সেই গল্প শুনতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের সহায়তা করায় আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করে।' বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে