বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ব্যারেলপ্রতি ৮৮ ডলার ছুঁয়েছে ব্রেন্টের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ব্যারেলপ্রতি ৮৮ ডলার ছুঁয়েছে ব্রেন্টের দাম

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ৮৮ ডলার স্পর্শ করেছে। ভূরাজনৈতিক সংকটের কারণে নতুন করে সরবরাহ হুমকির মুখে পড়ায় বাজার আদর্শটির দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে জুনে সরবরাহ চুক্তিতে বুধবার ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৮ ডলার ৭১ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মে মাসে সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ১ সেন্টে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, আরও বেশকিছু রুশ জ্বালানি অবকাঠামোয় নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। তার ওপর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে জ্বালানি তেলের বৈশ্বিক আমদানি-রপ্তানি বাণিজ্য বড় পরিসরে ব্যাহত হচ্ছে।

ইউক্রেন গতকাল রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি বড় পরিশোধনাগারে হামলা চালায়। পরিশোধনাগারটি ইউক্রেনের ফ্রন্টলাইনের ১ হাজার ৩০০ মাইল দূরে অবস্থিত। যদিও রাশিয়ার দাবি তারা সফলভাবে এ হামলা প্রতিহত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে