শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে

হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বিপজ্জনক দুই প্রতিদ্বন্দ্বী ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা আপাত প্রশমিত হয়েছে। নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি না বাড়ায় নিম্নমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশেরও বেশি। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে গতকাল ফ্রন্ট মান্থ চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বা ১ ডলার ২১ সেন্ট কমেছে। প্রতি ব্যারেল গতকাল তা কেনাবেচা হয়েছে ৮৬ ডলার শূন্য ৮ সেন্টে।

অন্যদিকে মে মাসে সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমেছে। বাজারে গতকাল প্রতি ব্যারেল কেনাবেচা হচ্ছিল ৮২ ডলার ১৭ সেন্টে। একই সময় জুনে সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শটির দাম ১ ডলার ২৩ সেন্ট কমেছে। প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে ৮০ ডলার ৯৯ সেন্টে।

আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেন, 'ব্রেন্ট ক্রুডের দাম তার প্রাথমিক ঊর্ধ্বগতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে