শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
সাপ্তাহিক শেয়ারবাজার

লেনদেন কমেছে ৯৮১ কোটি টাকা

যাযাদি রিপোর্ট
  ১৮ মে ২০২৪, ০০:০০
লেনদেন কমেছে ৯৮১ কোটি টাকা
লেনদেন কমেছে ৯৮১ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১২-১৬ মে পর্যন্ত সব ধরনের সূচকের পতনের পাশাপাশি বাজার মূলধন কমেছে। টাকার অঙ্কে লেনদেনও কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের তুলনায় কম হয়েছে। ডিএসই সূত্র বলছে, সদ্য বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে লেনদেন হয়েছে তিন হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল চার হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৯৮১ কোটি ৩১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা।

1

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫১৭.৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্‌ সূচক ৩০.৪১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১,২১২.১৬ পয়েন্টে এবং ১,৯৭৩.৯৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৯০টির দর কমেছে, ১৭টির দর অপরিবর্তিত ছিল এবং ২০টির লেনদেন হয়নি।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ২৩ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ২৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ২৫ লাখ টাকা, গোল্ডেন সনের ১৮ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ১৬ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সু্যরেন্স মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৬.৭৫ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ২১.২১ শতাংশ, সোনালী লাইফ ইন্সু্যরেন্সের ১৭.৯৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের ১৭.৪০ শতাংশ, ই-জেনারেশনের ১৬.২২ শতাংশ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ১৫.৫৫ শতাংশ, ইউনিলিভার কনজু্যমারের ১৫.২৫ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৪.২৯ শতাংশ, মুন্নু সিরামিকসের ১২.৭৬ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে