সরকারের অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন রপ্তানি উন্নয়ন বু্যরো (ইপিবি)-তে ভাইস চেয়ারম্যান পদে ৩০ জুন যোগদান করেন। বু্যরোতে যোগদানের পূর্বে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওয়ার্ল্ড ব্যাংক উইং-এর উইং চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া উইং-এর প্রধানসহ আমেরিকা ও জাপান উইং-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারে যোগদানের পর তিনি ঢাকা এবং গাজীপুর কালেক্টরেটে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকার ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজ হতে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর (ডিসটিংসনসহ) ডিগ্রি অর্জন করেন এবং আমেরিকার ডেনভার বিশ্ববিদ্যালয়ের ঔড়ংবভ শড়ৎনবষ ঝপযড়ড়ষ ড়ভ ওহঃবৎহধঃরড়হধষ ঝঃঁফরবং-এ জবংবধৎপয অংংরংঃধহঃ (চযউ পধহফরফধঃব) হিসেবে কাজ করেন। তিনি ঈযধৎঃবৎবফ ওহংঃরঃঁঃব ড়ভ চৎড়পঁৎবসবহঃ ্ ঝঁঢ়ঢ়ষু (গঈওচঝ)-এর একজন সদস্য।
জনাব হোসেন ২০১৭ সাল থেকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে টেকসই উত্তরণ প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া তিনি পাবলিক পলিসি এবং ইকনোমিক অ্যানালিসিস, ম্যাক্রো ইকনোমিক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এবং সাপস্নাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করেন। বিজ্ঞপ্তি