শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্যার ক্ষতি মোকাবিলায় কৃষকদের ঋণ মওকুফের প্রস্তাব

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বন্যার ক্ষতি মোকাবিলায় কৃষকদের ঋণ মওকুফের প্রস্তাব

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষকদের ঋণ অথবা ঋণের কিস্তি মওকুফের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর অ্যাগ্রিকালচার পলিসি স্টাডিজ (ক্যাপস)। পাশাপাশি কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা ও শস্যবীমা চালুরও প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বন্যাত্তোর কৃষিব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব প্রস্তাব দেয় ক্যাপস। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ রুহুল আমিন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ মিজানুর রহমান, কৃষি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

1

মূলপ্রবন্ধে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশকে না জানিয়ে ভারতের ত্রিপুরার গোমতী নদীর ওপর নির্মিত ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। অথচ আন্তর্জাতিক নীতি অনুসারে কমপক্ষে ১০ দিন আগে দুর্যোগের পূর্বাভাস জানানোর কথা। দুর্যোগ সফলভাবে মোকাবিলা করতে হলে পূর্বের আওয়ামীপন্থি দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পদায়নের ব্যবস্থা নিতে হবে বলে জানান ক্যাপসের নির্বাহী পরিচালক। বন্যার ক্ষতি মোকাবিলায় প্রতিষ্ঠানটির অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে- বন্যার পানি নেমে যাওয়ার অব্যবহিত পরে রোপা আমনের বীজতলা, রোপিত আমন এবং দন্ডয়মান আউশ ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি নিরূপণ করে দ্রম্নত পুনর্বাসন কাজ শুরু করা, আগাম শীতকালীন শাক-সবজি, ডাল ফসল, তেল ফসলসহ অঞ্চল উপযোগী ফসল চাষের পরিকল্পনা ও কার্যক্রম দ্রম্নত শুরু করা, বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের আওতাভুক্ত নিজস্ব উঁচু জমিতে নাবী জাতের আমনের বীজতলা, পলিব্যাগে অথবা বেডে বিভিন্ন সবজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে