শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১১:২৩
শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকেলে শেরপুর ডিসি উদ্যানে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।

1

ওইসময় মেলায় অংশগ্রহণকারী সেরা স্টলগুলোকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩৮টি স্টলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে