নন-লাইফ বীমা খাতের প্রথম প্রজন্মের কোম্পানি সেন্ট্রাল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে খসরু দস্তগীর আলমের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)।
খসরু দস্তগীর আলম সাধারণ বীমা করপোরেশন হতে বর্তমান যে অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ করছেন, তা অবশিষ্টাংশ বাতিল হওয়া সাপেক্ষে সেন্ট্রাল ইনসু্যরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখ হতে তার নিয়োগ কার্যকর হবে মর্মে জানানো হয়। বিজ্ঞপ্তি