সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দৈনিক সাঙ্গুর সম্পাদকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত

  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
দৈনিক সাঙ্গুর সম্পাদকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত

১৭ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রামের দৈনিক সাঙ্গুর সম্পাদক এবং প্রতারক হিসেবে সর্বত্র চিহ্নিত কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চকবাজার শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা।

চট্টগ্রাম নগরীর আন্দরকিলস্নাস্থ কদম মোবারক গলির দৈনিক সাঙ্গুর কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চকবাজার শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা ছাড়াও নগর এবং জেলার বিভিন্ন শাখার সব কর্মকর্তা, কর্মচারী এবং তার হাতে প্রতারিত হওয়া বিভিন্ন স্তরের মানুষজন অংশ নেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চকবাজার শাখার কর্মকর্তারা জানান, অবস্থান কর্মসূচির ডাক দিলে সকালে আমাদের অফিসে তিনজন সাংবাদিক পরিচয় দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করেন। অন্যথায় আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশের হুমকি প্রদান করেন। তাদের কাছে পরিচয় জানতে চাইলে মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার কার্ড প্রদর্শন করেন, বাকিরা ভিজিটিং কার্ড দিতে অপারগতা প্রকাশ করেন। তবে আমরা অন্যান্য সূত্রে জানতে পেরেছি একজনের নাম নুরুল আলম। তাহাদের হুমকি-ধামকি ও জীবনের নিরাপত্তার কথা ভেবে নিকটস্থ থানার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী চকবাজার ব্রাঞ্চ হইতে ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহায়তায় ৭.৫ কোটি টাকার একটা ঋণ গ্রহণ করেন। বর্তমানে তাহার কাছে আমাদের ব্যাংকের মোট পাওনা মুনাফা ও আসলে প্রায় ১৭ কোটি টাকা। পরবর্তী সময়ে পাওনা টাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করলেও তিনি তাতে সাড়া না দিয়ে হুমকি-ধামকি অব্যাহত রাখেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে