মোহাঃ আনোয়ারুল ইসলাম ওয়ান ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ২০০২ সালে সিটি ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। সর্বশেষে তিনি সিটিব্যাংকের লিগ্যাল ডিভিশনে হেড অফ কোর্ট অপারেশন্স হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকিং কার্যক্রম বিশেষ করে অপারেশন্স, লিগ্যাল অ্যাফেয়ার্স এবং রিকভারী, রিটেইল মনিটরিং, স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট ইত্যাদি কার্যক্রমে তাঁর ব্যাপক এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান)এবংএলএল.এম ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি