রাজধানীর মগবাজার এলাকায় মোটরসাইকেল থামিয়ে পথচারী এক যুবককে চাপাতি দিয়ে আঘাতের পর ব্যাগ ছিনিয়ে নেয় দুই ছিনতাকারী।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর সেটি আলোচনায় আসে।
এ নিয়ে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন নগরবাসী।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক।
মোটরসাইকেল চালকের সঙ্গে আসা দুই আরোহী পথিমধ্যে ওই যুবককে থামায় এবং একটি আবাসন ভবনের গেটের সামনে নিয়ে হাতে থাকা চাপাতি জাতীয় কিছু দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে ওই যুবক তার ব্যাগটি নিতে কাকুতি-মিনতি করলে ওই দুই আরোহী চাপাতি দিয়ে আঘাত করতে থাকে।
এ ছাড়াও পথচারী যুবক হাত জোড় করে ব্যাগ, মানিব্যাগ নিতে অনুরোধ জানালে চাপাতি দেখিয়ে হোন্ডায় উঠে চলে যায় ওই দুই যুবক।
জবিয়ানস নামে একটি ফেসবুক পেজ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘মগবাজার গ্রিনওয়ে গলিতে এই ঘটনা।
যাব কোথায় আমরা। জীবনের মূল্য নেই নাকি এই শহরে??’ সেই পেজের কমেন্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা।
মো. কামরুল হাসান নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার!
তবে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে গেলে কোনো সময়জ্ঞাপন না করে যা চাই, দিয়ে দেওয়াটাই অধিকতর শ্রেয়। জীবনের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না।’
এ বিষয়ে আজ রবিবার (২৫ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি, খোঁজ-খবর নিচ্ছি।
তবে ঘটনাটি কী আগের নাকি আজকের তা যাচায়-বাছাই চলছে। এ ছাড়া এখন পর্যন্ত ভুক্তভোগী আমাদের কাছে আসেনি। বিস্তারিত আপনাদের জানানো হবে।’