শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে মেটলাফের চুক্তি

  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে মেটলাফের চুক্তি
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে মেটলাফের চুক্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারী এবং এবং তাদের উপর নির্ভরশীল ব্যাক্তি বর্গের জন্য গ্রম্নপ লাইফ, গ্রম্নপ মেডিকেল এবং গ্রম্নপ মেটারনিটি বীমা পলিসির আওতায় সমন্বিত গ্রম্নপ বীমা সুবিধা প্রদান করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায় ব্যাংকের ৩,১০০ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য "গ্রম্নপ লাইফ ইন্সু্যরেন্স" এর আওতায় স্বাভাবিক মৃতু্য, সম্পূর্ণ বা আংশিক অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত মৃতু্য ক্ষেত্রে বিমার দ্বিগুণ কভারেজ প্রদান করা হবে। সেই সাথে "গ্রম্নপ মেডিক্যাল ইন্সু্যরেন্স" এর আওতায় কর্মকর্তা, তাদের স্ত্রী/স্বামী এবং ২৩ বছরের নিচে দুই সন্তানের জন্য ইন-পেশেন্ট হসপিটালাইজেশন এবং ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ ১৪টি জটিল রোগের এক্সটেন্ডেড ইন-পেশেন্ট হসপিটালাইজেশন চিকিৎসা ব্যয় কভার করা হবে। এছাড়া, "গ্রম্নপ ম্যাটারনিটি ইন্সু্যরেন্স" এর আওতায় মহিলা কর্মকর্তা এবং পুরুষ কর্মকর্তাদের স্ত্রীদের জন্য মাতৃত্বকালীন সিজারিয়ান ডেলিভারি, নরমাল ডেলিভারি এবং গর্ভপাতের ইন-পেশেন্ট খরচ কভারেজ প্রদান করা হবে, যা দুই সন্তানের জন্য সীমাবদ্ধ।অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশ এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চচপদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে