বিশ্বব্যাংকের 'গেস্নাবাল ইকোনমিক প্রসপেক্টস্থ শীর্ষক প্রতিবেদনের চলতি জানুয়ারি সংস্করণে ২০২৪-২৫ অর্থবছরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ ও শিল্প খাতে ভাটার টানে বাংলাদেশের অর্থনীতির গতি মন্থর হয়ে যাবে। অন্যদিকে মূল্যস্ফীতি থাকবে চড়া। এছাড়া সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যও পূরণ হবে না বলে উলেস্নখ করা হয়েছে পূর্বাভাসে।
প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডের গতি কমিয়েছে, তার সঙ্গে কমেছে বিনিয়োগকারীদের আস্থাও। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশে নামতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে ০.৬ শতাংশীয় পয়েন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংকট ও আমদানিতে বিধিনিষেধ এবং সীমিত সরবরাহ শিল্প কর্মকান্ড দুর্বল করে ফেলেছে। এতে মূল্যের চাপ আরও বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা।
তবে চলতি বছর বাংলাদেশে জিপিডি প্রবৃদ্ধি কমলেও আগামী ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৪ শতাংশ হতে পারে। এছাড়া দেশে রাজনৈতিক পরিস্থিতিরও আরও উন্নতি হতে পারে।