রেমিট্যান্সের ডলার সংগ্রহে বড় এক্সচেঞ্জ হাউসগুলোর (এগ্রিগেটর) দৌরাত্ম্য কমাতে ছোট এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য সিকিউরিটি ডিপোজিট ও ন্যূনতম ব্যালেন্সের শর্ত বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে ছোট এক্সচেঞ্জ হাউজগুলো সরাসরি যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্সের ডলার বিক্রি করতে পারবে।
এর আগে, যেকোনো ব্যাংকের কাছে রেমিট্যান্স বিক্রি করার ক্ষেত্রে ছোট এক্সচেঞ্জ হাউজগুলোকে ১০,০০০ ডলার সিকিউরিটি ডিপোজিট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি (এনআরএফসি) অ্যাকাউন্টে ন্যূন্যতম ব্যালেন্স রাখতে হতো। ১৯ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পিলিসি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ১ ফেব্রম্নয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, ্তুপ্রি-ফান্ড্থ পদ্ধতিতে সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্সের শর্ত প্রত্যাহার করা হলো। ব্যাংকগুলোকে তাদের বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো, যাদের সঙ্গে এই পদ্ধতিতে লেনদেনের চুক্তি রয়েছে, যাতে করে এনআরএফসি অ্যাকাউন্টে রক্ষিত সিকিউরিটি ডিপোজিট রেমিট্যান্স প্রদানের মাধ্যমে সমন্বয় করা যায়।