বিশ্বব্যাপী ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের হিসাবরণ, নিরীণ, পরিচালন পদ্ধতি, নীতি ও শরীআ'হর মানদন্ড প্রণয়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (আওফি)- এর ফেলোশিপ লাভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নাসির মু. মুজাহিদ।
এই অর্জনের ফলে বাহরাইনভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির 'সার্টিফায়েড শরীআ'হ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হলেন তিনি।
আবু নাসির মু. মুজাহিদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)- এর ডিপেস্নামায়েড অ্যাসোসিয়েট। ব্যাংকে যোগদানের আগে তিনি ইংরেজি দৈনিক দি নিউ নেশন- এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি