সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল মাননান

  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল মাননান
এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল মাননান

আবদুল মাননান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন, যা জানুয়ারি ০১, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমটিবি'তে ১৭ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সাথে কাজ করে তিনি অসাধারণ নেতৃত্ব ও দতার পরিচয় দিয়েছেন। তিনি ধানমন্ডি, গুলশান ও পান্থপথ- এমটিবি'র এই তিনটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

মাননান তাঁর ব্যাংকিং ক্যারিয়ার এনসিসি ব্যাংক পিএলসি-তে শুরু করেন এবং ৩৬ বছরের দীর্ঘ কর্মজীবনে হেড অফিস ও ফ্রন্টলাইন ব্যাংকিংয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বোর্ড ডিভিশন সহ শাখা ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এসএমই এবং রিটেইল বিজনেসসহ বিভিন্ন গ্রাহক সেগমেন্টের রিলেশনশিপ ম্যানেজমেন্টে অভিজ্ঞ। এছাড়া তিনি রিকভারি, ফরেইন এক্সচেঞ্জ এবং জেনারেল ব্যাংকিং সংক্রান্ত কাজেও দক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে