বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান: জনগণের পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন--- এই স্স্নোগান সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার তৃতীয় দফায় তিনটি ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলটির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিন দু:স্থ ও শীতার্তদের মাঝে প্রায় এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব হালিম জনাব তারেক রহমান ঘোষিত বিএনপি'র ৩১ দফা-কে জনগণের মুক্তির সনদ আখ্যা দিয়ে আগামী দিনে কাঙ্িক্ষত বাংলাদেশ বিনির্মাণে সকল জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি