কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার মাছের পুকুরে দুর্বৃত্তরা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।
তিনি আরো বলেন, ‘আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি’।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ‘খবর পেয়ে তেকালা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।