সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিজিএমইএ'তে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশন অনুষ্ঠিত

  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিজিএমইএ'তে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশন অনুষ্ঠিত
বিজিএমইএ'তে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশন অনুষ্ঠিত

বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে বিজিএমইএ ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সহযোগিতায় বুধবার উত্তরাস্থ বিজিএমইএ কমপেস্নক্সে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশন আয়োজিত হয়।

সেশনে সার্কুলারিটি ও নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করা ১৫টি ডাচ কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশি পোশাক উদ্যোক্তা, পোশাক ব্র্যান্ড এবং বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

আরও অংশগ্রহণ করেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যসহ পোশাক শিল্পের শীর্ষ নেতারা এবং বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, থিজস ওউডস্ট্রা ও দূতাবাসের কর্মকর্তারা।

উলেস্নখ্য, বাংলাদেশে নেদারল্যান্ডস সার্কুলার টেক্সটাইল প্রোগ্রামের অংশ হিসেবে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের একটি বাণিজ্য মিশন বর্তমানে বাংলাদেশ সফর করছে- যার অধীনে ওই ১৫টি ডাচ কোম্পানি বাংলাদেশ সফরে এসেছে।

ম্যাচমেকিং সভায় অংশগ্রহণকারীরা টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের অবস্থার উন্নতি এবং রিসাইক্লিং, ট্রেসেবিলিটি প্রযুক্তি এবং সার্কুলার ডিজাইনে নেদারল্যান্ডসের উদ্ভাবনগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করার উদ্ভাবনী উপায় ও সমাধানগুলো নিয়ে আলোচনা করেন।

সেশনে অংশগ্রহণকারী পোশাক উদ্যোক্তারা বলেন, ক্রেতাদের সহযোগিতা ও সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে তার লক্ষ্য আরও উচ্চাভিলাষী করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে