বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেছেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছপালা লাগানোর বিকল্প নেই, সবাইকে গাছ রোপণের পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (১জুলাই) সকালে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট স্কুলে মাঠে চারা গাছ রোপণ ও কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই দায়ী। তাই প্রকৃতি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল করিমের সার্বিক তত্বাবধানে ও কৃষি অফিসের মাধ্যমে স্কুল মাঠের চার পাশে এবং একটি রাস্তার দু-ধারে ৩ শতাধিক তালের চারাসহ বিভিন্ন জাতের চারা রোপণ করেন।
একই সঙ্গে ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিনী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই,
উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,
বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিনুল হক চৌধরী, রারায়পুর ইউপি চেয়ারম্যান কাউছার কাজল, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মো. ইন্জিনিয়ার ফরিদ উদ্দিন, বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।