শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ধানমন্ডিতে আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
ধানমন্ডিতে আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
ধানমন্ডিতে আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর। ৬০,০০০ বর্গফুট জায়গা জুড়ে ৮তলা বিশিষ্ট এই স্টোরটি বাংলাদেশের স্থাপত্যশৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন।

এই নতুন আউটলেট শুধু একটি ক্রয়কেন্দ্র নয়; এটি বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক। বিল্ডিংয়ের বিশেষ ডিজাইন ও শিল্পসমৃদ্ধ ইন্টেরিয়র, কারুশিল্পও, ঐতিহ্য, ও সংস্কৃতির প্রতি আড়ং-এর সম্পৃক্ততার পরিচয় বহন করে। গ্রাহকরা প্রতিটি তলায় পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম, যেমন: ৪ তলা উচ্চতা বিশিষ্ট নকশিকাঁথা: স্টোরের কেন্দ্রে অবস্থিত এই চমৎকার শিল্পকর্মটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের মাধ্যমে আড়ং-এর গল্প তুলে ধরে। মৃৎশিল্পের দেয়াল: মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ যা ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটিয়েছে। আলকেমি: তামা ও পুনর্ব্যবহৃত কাঁচ দিয়ে তৈরি ঝুলন্ত শিল্পকর্ম, যা আলো ও ছায়ার অপরূপ খেলা তৈরি করে।

এই আউটলেটের প্রতিটি কোণা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে থাকবে হাতে তৈরি বিভিন্ন টেক্সটাইল ও নান্দনিক হস্তশিল্পের অনন্য সংগ্রহ। বিশেষ করে, শিশুদের জন্য থাকছে একটি জাদুকরী বন থিমের পেস্নগ্রাউন্ড।

এই স্টোরের ৭ম তলায় রয়েছে অরেঞ্জ প্যারট রেস্টুরেন্ট, যেখানে পরিবেশন করা হবে সুস্বাদু বাংলাদেশি ফিউশন খাবার। ধানমন্ডির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে গ্রাহকরা এখানকার খাবার উপভোগ করতে পারবেন।

'এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ,' বলেন তামারা আবেদ, ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যাক এন্টারপ্রাইজ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে