শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশ ভ্রমনে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ

হাবিপ্রবি প্রতিনিধি
  ০১ মার্চ ২০২২, ১৯:৫৮

বিশ্ববিদ্যালয় জীবনের অংশ হিসেবে স্বদেশ ভ্রমণে বের হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা

১লা মার্চ (মঙ্গলবার) দেশ ভ্রমণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ৩৩ জন ছাত্র ১৮ জন ছাত্রী পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়াউল হাসান, সহকারী অধ্যাপক মো: সবুজ আলী সহকারী অধ্যাপক এস এম আবু সাইদ এর তত্ত্বাবধায়নে ৫১ জন শিক্ষার্থী জন কর্মচারীর সাথে ১২ দিনের দেশ ভ্রমণে বের হয়েছে

হাবিপ্রবি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে জনপ্রিয় সময় হলো এই স্বদেশ ভ্রমণ শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সহপাঠীদের সাথে দেশ ঘুরার জন্য স্বদেশ ভ্রমণে উচ্ছাস ব্যক্ত করে শিক্ষার্থী মোঃ মাসুদ বলেন, "শিক্ষা সফর জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম নিজ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সহ সেখানকার এলাকাবাসী আদিবাসীদের পরিচয়ের মধ্য দিয়ে আমরা নানাবিধ অভিজ্ঞতা লাভ করি, তা আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃতি করার পাশাপাশি দেশপ্রেমও বৃদ্ধি করবে"

ভ্রমণপিপাষু শিক্ষার্থীরা স্বদেশ ভ্রমণে প্রথমে খাগড়াছড়ি এবং পর্যায়ক্রমে রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, সেন্টমার্টিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে