বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খুলে দেয়া হল রোয়াংছড়ির পর্যটন কেন্দ্র দেবতাখুম

বান্দরবান প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৬
খুলে দেয়া হল রোয়াংছড়ির পর্যটন কেন্দ্র দেবতাখুম
ছবি: যায়যায়দিন

দীর্ঘ দুই বছর বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুমে ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

সোমবার ১০ ফেব্রুয়ারি রাত ৮টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমে ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেন ।

জেলা প্রশাসকের জারিকৃত গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটি গত মাসের ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলার চলতি মাসের গত ৫ ফেব্রুয়ারি ২০২৫. ০৬.০০৩.২৫-৭৪ নম্বর স্মারকমূলে প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

উল্লেখ্য, পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ডে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তাজনিত কারনে ওই তিন উপজেলায় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে