“মানব সেবায় নিরন্তর পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নন্দন পার্ক লিমিটেড এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার ভূল্লী ফরেস্ট ডাংগা পাড়ায় নির্মিয়মান “নন্দন পার্ক-ভুল্লি,ঠাকুরগাঁও” এ শিশু-বৃদ্ধসহ সাড়ে পাঁচ’শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নন্দন পার্ক লিমিটেড এর নির্বাহী পরিচালক বৃটেন প্রবাসী সৈয়দ আসিয়াদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, নন্দন পার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল (অব:) তুষার বিন ইউনুস ও ঠাকুরগাঁও নন্দন গ্রুপের ম্যানেজার আব্দুল হাদি ।
বিনোদন বঞ্চিত ঠাকুরগাঁওবাসীর জন্য দৃষ্টিনন্দন পার্ক তৈরির মাধ্যমে এ অঞ্চলে ২৯ একর জায়গা জুরে তৈরি হচ্ছে নন্দন পার্ক, যা এ অঞ্চলে বিনোদন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd