যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি'র ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভোলা পৌরসভা চত্বরে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ভোলা জেলা যুবলীগ। অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ্ নাজু, সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ প্রমূখ। অনুষ্ঠানে যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিণত হয়েছিলেন। যুগে যুগে বাংলাদেশে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd