ঝিনাইদহে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করে জেলার কালীগঞ্জ উপজেলার বহিরগাছি গ্রামের জিয়াউর রহমান নামের এক ব্যক্তি। লিখিত বক্তব্যে জিয়াউর রহমান বলেন, কালীগঞ্জ উপজেলার বহিরগাছি গ্রামের সোহরাব হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে শরিকানা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোহরাব হোসেন ঝিনাইদহ সহকারী জজ আদালতের অফিস সহায়কের (পিয়ন) চাকরি করার সুবাদে আদালতে একাধিক মামলা করেছেন। নয়টি মামলার মধ্যে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে। ইতোমধ্যে ছয়টি মামলা থেকে জিয়াউর রহমানের পরিবারকে আদালত অব্যাহতি দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমানের পিতা আজিজুর রহমান, মা ফাতেমা খাতুন ও বড় ভাই হাসেম আলী।
ভুক্তভোগী জিয়াউর রহমান আরও বলেন, আমি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটির দিন বাড়িতে এলে মামলাবাজ সোহরাব হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ভয়ে পালিয়ে থাকতে হয়। এ ব্যাপারে এলাকার কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd