শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইয়াবা কেলেঙ্কারির অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৯
ইয়াবা কেলেঙ্কারির অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত
সানাউল্লাহ সেলিম ও ছাত্রদলের লোগো 

কক্সবাজার জেলার রামু উপজেলায় ইয়াবা লুটের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সানাউল্লাহ সেলিম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজারকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল কবির ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়ার পদ স্থগিত করা হয়েছে।

ইয়াবা লুটে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে করেন এবং স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে ফেসবুক পোস্ট দিয়েছেন সানাউল্লাহ সেলিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

কারণ, সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা দিন দিন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে।

তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।

এর আগে ইয়াবা কেলেঙ্কারির ব্যাপারে সানাউল্লাহ সেলিমের কাছে স্থানীয় এক সাংবাদিক জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে সাংবাদিককে, যা তুমুল সমালোচনার সৃষ্টি করে। এর যের ধরেই সানাউল্লাহ সেলিমের উপজেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে