নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কুখ্যাত ডাকাত গ্রেপ্তার করেছে। শনিবার রাতে কুমিল্লার একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তারা তালিকাভুক্ত কুখ্যাত ডাকাত। ১৩ জানুয়ারি রাতে তারা উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ব্যাপারে ডাকাতির ঘটনার শিকার প্রবাসী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মোকদ্দমা দায়ের করেন। সেই মামলার সন্দিগ্ধ আসামি তারা।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মনির (৪৪), মনির হোসেন (৪২) ও লিটন (৩৯)। তাদের মধ্যে মনির কুমিল্লার মুরাদনগর থানার উড়িশ্বর গ্রামের হাসু খাঁর ছেলে, মনির হোসেন ভোলা জেলার লাল মোহন থানার ইলশাকান্দী গ্রামের শফিকের ছেলে এবং লিটন একই জেলার বোরহানউদ্দীন থানার পক্ষিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd