শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

​কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯
​কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক  ছিনতাইকালে আটক ১
​কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে আটক ১

কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে রনি আহাম্মেদ নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব -১২ সিপিসি ক্যাম্পের অভিযানিক দল। শুক্রবার সকালে ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবহৃত খেলনা পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ এই ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। রনি আহাম্মেদ মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান জানান, 'দীর্ঘদিন ধরে আটককৃত ব্যক্তিসহ একটি চক্র ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। আজ ভোররাতে এক ট্রাক ড্রাইভারকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে চক্রটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রের সকল সদস্যকে আটকের চেষ্টা চলছে।' আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে