শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

উলিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ২১:২৫
উলিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন
উলিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন

কুড়িগ্রামের উলিপুর থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উলিপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবিরের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান,বীর মুক্তিযোদ্ধা তৈয়ব সরদার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার(এএসপি) সিয়াম রহমান।

পরে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে