বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​সালথায় এবার ১২ হাজার ৩শ হেক্টর জমিতে পাটের আবাদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২১, ১২:৩৬
​সালথায় এবার ১২ হাজার ৩শ হেক্টর জমিতে পাটের আবাদ
​সালথায় এবার ১২ হাজার ৩শ হেক্টর জমিতে পাটের আবাদ

সোনালী আঁশে ভরপুর, ভালবাসি ফরিদপুর। এবছরে জেলার সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। চারিদিকে শুধু সবুজ ঘেরা মাঠ। বাতাসে দোল খাচ্ছে চারা পাট।

উপজেলার অধিকাংশ এলাকায় পাটের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী তিন মাস পরেই সোনালী আঁশ পাট ঘরে আসবে বলে জানান পাট চাষীরা।

এখন পাটের সেচ ও পরিচর্যার সময়। ঠিক মতো পাটের পরিচর্যা করলে পাট ভাল হবে। সেক্ষেত্রে পাট চাষীদের সার্বিক সহযোগী করা হচ্ছে বলে কৃষি অফিস জানিয়েছেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে