শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

​২৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ সভাপতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ১১ মে ২০২১, ১৮:০৩
​২৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ  সামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ সভাপতি
​২৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ সভাপতি

নাটোরের গুরুদাসপুরে ২৫০ জন হতদরিদ্র প্যারালাইজড কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন। তাছাড়াও অসুস্থ্য জনিত কারনে বাসা থেকে বের হতে না পাড়া অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওই ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে শুরু করে পৌরসদরের ৯টি ওয়ার্ডের ২৫০পরিবারের মাঝে ওই সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমানের বাবা আলহাজ্ব আমানত আলী শেখ, ছাত্রলীগ কর্মী তুষার কুমার হালদার, সুব্রত,শুভ,ইমরান হোসেনসহ প্রমুখ।

এসময় আতিয়ার রহমান বাঁধন বলেন, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেন। গত দুইদিন আগেও প্রায় ১ হাজার অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর সময়েও প্রতিটি ঘরে নিজের সাধ্যমত সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করেছি। তার এ সহযোগিতা চলমান থাকবে বলেও তিনি জানান।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে