শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিজয়নগরে ১১ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৪ আগস্ট ২০২১, ১২:৩৬
বিজয়নগরে ১১ জনকে জরিমানা
বিজয়নগরে ১১ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করে রাস্তায় ঘুরাফেরা করাসহ বিভিন্ন অপরাধে ১১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত বলেন, উপজেলার আউলিয়া বাজার, আমতলী এলাকাসহ বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক পরিধান না করে রাস্তায় ঘুরাফেরাসহ দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী মোট ১১টি মামলায় ১১জনকে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে