শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ ইউপি নির্বাচন: শেরপুরে নৌকা ৯, সতন্ত্র ১২ প্রার্থীর জয়

শেরপুর প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৫:১২

তৃতীয় ধাপের শেরপুরের নকলা ও নালিতাবাড়ীর ইউপি নির্বাচনে ২১টি ইউপিতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই উপজেলার ৩ লাখ ৩৪হাজার ৪৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবার নকলা উপজেলায় ৯টি ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুই ইউপিতে চেয়ারম্যাপন জয়ী হয়েছেন নৌকা ।

প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফলে মোট ২১টি চেয়ারম্যানের মধ্য ১২টি সতন্ত্র এবং ৯টিতে নৌকা বিজয়ী ঘোষনা করেন শ্ব শ্ব কর্তৃপক্ষ ।

নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রাপ্ত রেজাল্ট ১নং গনপদ্দি মোঃ শামসুর রহমান আবুল ( নৌকা) ২নং নকলা ইউনিয়ন মোঃ আবু বকর সিদ্দিক (মোটর সাইকেল) ৩নং উরফা ইউনিয়ন নুরে আলম তালুকদার ভূট্টু ( চশমা)৪নং গৌরদ্বার ইউনিয়ন শওকত হোসেন খান মুকুল (নৌকা)৫নং বানেশ্বর্দী ইউনিয়ন মাজহারুল আনোয়ার মহাব্বত (আনারস) ৬নংপাঠাকাটা ইউনিয়ন মোঃ আব্দুস সালাম (নৌকা) ৭নং টালকী ইউনিয়নমোজাফ্ফর আহাম্মেদ বুল বুল ( ঘোড়া)৮নংচরঅষ্টাধর ইউনিয়ন মোঃ গোলাম রাব্বানী ( নৌকা)৯নং চন্দ্রকোনা ইউনিয়ন কামরজ্জামান গেন্দু ( আনাসর)।

নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাপ্ত রেজাল্ট ১ নং পোড়াগাওঃ আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন ( চশমা) ২ নং নন্নীঃ ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ( নৌকা) ৩ নং রাজনগরঃ আতাউর রহমান ( চশমা)৪ নং নয়াবিলঃ মিজানুর রহমান( মোটরসাইকেল) ৫ নং রামচন্দ্রকুড়াঃ আলহাজ্ব আমানউল্লাহ বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ( নৌকা) ৬ নং কাকরকান্দিঃ নিয়ামুল কাউসার( মোটরসাইকেল)৭ নং নালিতাবাড়ীঃ আসাদুজ্জামান মাষ্টার ( নৌকা) ৮ নং রুপনারায়নকুড়াঃ মঞ্জুর আল মামুন ( ঘোড়া)।

৯ নংমরিচপুরানঃআইয়ুব আলী ( চশমা) ১০ নং যোগানিয়াঃ আব্দুল লতিফ ( নৌকা) ১১নং বাঘবেড়ঃ আব্দুস সবুর ( নৌকা) ১২ নংকলসপাড়ঃ আঃ মজিদ ( আনারস)।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে