শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মহেশপুরে অনুপ্রবেশকালে ৭ জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮
মহেশপুরে অনুপ্রবেশকালে ৭ জন আটক
মহেশপুরে অনুপ্রবেশকালে ৭ জন আটক

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।

৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক তসলিম মো. তারেক জানান, যাদবপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, দক্ষিণ দিনাজপুর (ভারত) গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিজাহাজুল ইসলাম (৩২),মাগুরা জেলার সদর থানার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮),তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে সপ্নীল দাস (১৮মাস) একই জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮),তার ছেলে অভয় মন্ডল (১০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে