ফরিদপুরের বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সঙ্গীতজ্ঞ মনোরঞ্জন সাহা মঙ্গলবার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পৌরসদরের গীতাঞ্জলি ইলেকট্রনিক্স সংলগ্ন বাসভবনে পরলোকগমন করেছেন। কণ্ঠশিল্পী ও সঙ্গীতজ্ঞ হিসাবে বৃহত্তর ফরিদপুর জেলায় তাঁর কদর ছিলো।
কর্ম জীবনে তিনি রেডিও, টিভি মেরামতের কাজ করতেন।
প্রয়াত মনোরঞ্জন সাহা মেকানিক্যাল কাজের জন্যে সর্ব মহলে সুপরিচিত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গীতাঞ্জলি ইলেকট্রনিক্স উপজেলার বাসিন্দাদের ইলেকট্রনিক পণ্যের ত্রুটি সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী, পাঁচ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd