বরগুনার বেতাগীতে কোভিট প্রতিরোধে ঝূঁকি, যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করণ জোরদার করার লক্ষে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্পের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ মে) সকাল ১০ টায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সমম্মেলন কক্ষে দিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সন্বয়কারী মেহের আফরোজ মিতা ।
বরগুনা জেলা সন্বয়কারী দেবাশিষ কর্মকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম রব শুক্কুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, বেতাগী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সাধারণ সম্পাদক মো: মহসিন খান সহ অন্যন্যরা।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd