নেত্রকোনার জেলা শহরের ছোটবাজার ও কেন্দুয়া উপজেলার ঝুমুরউড়া গ্রামে সোমবার রাতে জেলা ডিবি পুলিশের চৌকস টিম পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা, ইঞ্জেকশানসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।
জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ছোটবাজার এলাকা থেকে ইঞ্জেকশানসহ মাদক ব্যবসায়ী ফয়সাল মেহেদী মিঠুকে এবং এস.আই মো. নাফিজুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ কেন্দুয়া উপজেলার ঝুমুরউড়া গ্রামে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মো. সাব্বির আহমেদ খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার কেন্দুয়া ও নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd