শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নাচোলে বজ্র নিরোধক যন্ত্রের উদ্বোধন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জুন ২০২২, ১৯:৫৪
নাচোলে বজ্র নিরোধক যন্ত্রের উদ্বোধন
নাচোলে বজ্র নিরোধক যন্ত্রের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্বরে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ফলে বজ্রপাতের প্রাণহানি কমে আসবে বলে সংশ্লিষ্টদের মন্তব্য

1

বুধবার ১৫ জুন বিকেল টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ছাদের উপরে স্থাপনকৃত একটি বজ্র নিরোধক যন্ত্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ খাঁ, উপজেলা প্রকৌশলী শাহিনুর, উপজেলা প্রোগ্রাম অফিসার আতিক রহমান

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, বজ্রপাত প্রতিরোধে তাল, নারকেল, সুপারি গাছের বিকল্প ব্যবস্থা হল "লাইটনিং অ্যারেস্টার" যন্ত্র বর্তমানে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে বজ্র নিরোধক যন্ত্র ব্যবহার করে বজ্রপাতের ফলে প্রাণহানি সম্পদের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব প্রয়োজনমত গবেষণা করে দেশে আবহাওয়া উপযোগী যন্ত্র তৈরি করা সম্ভব বিদেশ থেকে আমদানি করা যন্ত্রের চেয়ে অনেক সস্তা হবে

বজ্র নিরোধক যন্ত্রটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত: প্রথমটি বায়ুমণ্ডলীয় রড বা দণ্ড যা বজ্রবিদ্যুৎ ধরে থাকে দ্বিতীয় অংশে পরিবহন তার যা বায়ুমণ্ডলীয় রডে বা দন্ডে ধারণকৃত বজ্রবিদ্যুৎ পরিবহন করে তৃতীয় অংশে ভূমিস্থ রড যা পরিবাহিত বজ্রবিদ্যুৎকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে নিউট্রালাইজ করে দেয়

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ খাঁ বলেন, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বজ্র নিরোধক যন্ত্রটি লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে এর চারিদিকে ১০০ বর্গ মিটার দূরত্বের মধ্যে বজ্রপাত ঘটলে তা নিয়ন্ত্রণ করবে

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে