ফেনী দাগনভূইয়া থানার বিশেষ অভিযাণে সোমবার বিকেল ৪ ঘটিকার সময় ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক ও একটি সিএনজিকে জব্দ করেছে দাগনভূইয়া থানার পুলিশ।
থানা সূত্রে জানা যায়, দাগনভূইয়া পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামের নতুন রাস্তা হতে ২ জন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল (২০) ও মোঃ সোলেমান (৩৯) উভয় কুমিল্লা জেলার অধিবাসী। মাদক কারবারি কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে সিএনজি যোগে বহন করে নোয়াখালী সেনবাগ এলাকার দিকে যাইতেছে মর্মে পুলিশের নিকট স্বীকার করে।
এই বিষয়ে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান দাগনভূইয়া থানার ওসি মো. হাসান ইমাম।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd